রাহুল-জাদেজার কল্যাণে ভারতের লিড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিক ভারত। দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড ১৭৫ রানের, হাতে রেয়েছে ৩ উইকেট।

১ উইকেটে ১১৯ রান নিয়ে প্রধম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু কেরে ভারত। দিনের শুরুতেই ৭৬ রানে অপরাজিত থাকা ইয়াশাভি জয়শোয়াল ব্যক্তিগত ৮০ রান করে আউট হন। আরেক অপরাজিত ব্যাটার শুবম্যান গিল আউট ২৩ রান করে।

লোকেশ রাহুল ও শ্রেয়াশ আইয়ার চতুর্থ উইকেট জুটিতে ৬৪ রান যোগ করেন। আইয়ার আউট হন ৩৫ রান করে। এরপর রাহুল রবিন্দ্র জাদেজাকে সাথে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে আরও ৬৫ রান যোগ করে। ফিফটির দেখা পান রাহুল। রাহুল ৮৬ রান করে দলীয় ২৮৮ রানে আউট হন।

শ্রীকার ভরতকে নিয়ে ষষ্ঠ উইকেট যাদেযা গড়েন ৬৮ রানের জুটি। ফিফটির দেখা পান জাদেজা। শ্রীকার ৪১ রান করে আউট হন। ভারতের লিড তখন একশ ছাড়ায়। এরপর রবিচন্দন অশ্বিন (১) দ্রুত ফিরে যান।

সপ্তম উইকেট জুটিতে আক্সার প্যাটেলকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দেন জাদেজা। ৬৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা। দিন শেষে প্রধম ইনিংসে ভারতের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ৪২১ রান। জাদেজা ৮১ ও প্যাটেল ৩৫ রানে অপরাজিত আছেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »