রাব্বিতে দিশেহারা সিলেটের ব্যাটিং লাইনআপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১০ই অক্টোবর শুরু হওয়া জাতীয় লীগ ‘এনসিএল’ এর প্রথম দিন বৃষ্টির কারণে ভিজে যায় সিলেট ও বরিশালের। দ্বিতীয় দিনে তাই শহিদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহীতে মুখোমুখি হয় সিলেট ও বরিশাল। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক ফজলে মাহমুদ।

সিলেট ব্যাটিংয়ে নেমে গতকালকে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। দলীয় ১৬ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনের (৬) উইকেট হারায় সিলেট। দলের পক্ষে ঘুড়ে দাঁড়াতে পারে নি কেউ। আজ দ্বিতীয় দিনে সিলেটের ৪ ব্যাটসম্যান কে শূন্য রানে ফেরায় বরিশালের বোলাররা। ৪৩.১ ওভারে মাএ ৮৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সিলেট বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জাকির হাসান।

কামরুল ইসলাম রাব্বির আগুন ঝড়া বোলিংয়ের কাছে উড়ে যায় সিলেটের ব্যাটিং লাইনআপ। তিনি ১৬.১ ওভারে ৫ মেডেনসহ ২৪ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। তাছাড়া নুরুজ্জামান ৩টি ও তাওহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এখন ব্যাট করছে বরিশাল বিভাগ, তাদের সংগ্রহ ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান। ওপেনিংয়ে ব্যাট করছেন শাহরিয়ার নাফিস ৩৪* ও রাফসান আল মাহমুদ ২৪*।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »