রান পাহাড় টপকাতে পারলো না অস্ট্রেলিয়া

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ফেভারিট ভারতের সাথে হেরে গেছে অস্ট্রেলিয়া। ভারতের ছুঁড়ে দেয়া ৩৫৩ রানের পাহাড় টপকাতে ব্যর্থ হয়েছেন অজি ব্যাটসম্যানরা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা বেশ মন্থর গতির করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চ। শুরুর ৯ ওভারে এই দুই ব্যাটসম্যান করেন মাত্র ২৯ রান। দলিয় ৬১ রানের ১৪ ওভারের মাথায় ৩৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক ফিঞ্চ। এরপর স্মিথকে সাথে নিয়ে গড়েন ৭২ রানের জুটি। কচ্ছপ গতিতে রান তোলা ওয়ার্নার ৮৪ বলের বিনিময়ে করেন মাত্র ৫৬ রান। এদিকে স্মিথকে সঙ্গ দিতে থাকেন উসমান খাজা। খাজার ব্যাট থেকে আসে ৪২ রান। স্মিথ ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নিলে বাকি ব্যাটসম্যানদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হন। নির্ধারিত ৫০ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে অজিদের ইনিংস থামে ৩১৬ রানে। ফলে বরণ করে নেয় ৩৬ রানের হার।

ভারতের হয়ে বল হাতে বুমরাহ ও ভুবনেশ্বর কুমার ৩টি করে উইকেট নেন। বাকি বোলারদের মধ্যে চাহালের পকেটে যায় ২টি উইকেট।

এর আগে টস জিতে ভারতের হয়ে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। দুজনের জুটি বিচ্ছিন্ন হয়ে দলীয় ১২৭ রানে ৫৭ রান করা রোহিত উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিলে। দ্বিতীয় উইকেট জুটিতে এসে বিরাট কোহলিকে নিয়ে ধাওয়ান গড়েন ৯৩ রানের জুটি। ১০৯ বলে ১১৭ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ধাওয়ানও। হার্দিক পান্ডিয়া ৬-৭ নম্বরে ব্যাট করতে নামলেও এদিন তাকে পাঠানো হয় চারে ব্যাট করতে। কোনো রান করার আগেই অবশ্য ফিরতে পারতেন তিনি। উইকেটরক্ষক ক্যারি সহজ ক্যাচ মিস করলে মাত্র ২৭ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পান্ডিয়া। এদিকে মহেন্দ্র সিং ধোনি ১৪ বলে ২৭ রানের ক্যামিও এবং অধিনায়ক বিরাট কোহলির ঠাণ্ডা মাথার ৮২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রানের বিশাল পুঁজি পায় ভারত।

বল হাতে এদিন ম্লান  ছিলেন অজি বোলাররা। স্টয়নিস ৬২ রানে ২টি, কোল্টার নাইল ৬৩ রানে ১টি, স্টার্ক ৭৪ রানে ১টি, প্যাট কামিন্স ৫৫ রান খরচায় নেন ১টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »