https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংল্যান্ডের দেয়া ৩৯৮ রানের পাহাড় টপকাতে গিয়ে সেই পাহাড়েই চাপা পড়ে রেকর্ড ব্যবধানে হার দেখলো আফগানরা। রশিদ খানের দল ইংলিশদের কাছে হেরেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে। যা রানের দিক দিয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে হার।
ইংল্যান্ডের দেয়া রান পাহাড় তাড়া করা যে আফগানদের জন্য অসম্ভব সেটা তারা বুঝতে পেরেছে প্রথম ইংস শেষেই। আফগানদের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ৬ রানে। তিনে নামা রহমত শাহ গুলবদিন নাইবকে নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। ২৮ বলে ব্যক্তিগত ৩৭ রানে ফিরে যান নাইব। এরপর আবারও হাসমতউল্লাহ শাহিদির সাথে ৫২ রানের জুটি গড়ে বসেন রহমত। এবার রহমত ফিরেন ৪৬ রানে। আজগর আফগানের সাথে জুটি বেধে স্কোরবোর্ডে এবার ৯৪ রান যোগ করেন হাসমত। তবে এরপর আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান আসে হাসমত উল্লাহ শাহিদির ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। ফলে তাদের বরণ করে নিতে হয় ১৫০ রানের বিশাল ব্যবধানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস উদ্বোধন করতে দেখা যায় জনি বেয়ারস্টো এবং জেসন রয়ের বদলে একাদশে জায়গা পাওয়া জেমস ভিন্সকে। ইনিংসের দশম ওভারে ৩১ বলে ২৬ রান করেই ফিরে যান ভিন্স। গত ম্যাচে সেঞ্চুরি হাকানো জো রুটের সাথে জুটি বেধে বেয়ারস্টো স্কোরবোর্ডে জমা করেন ১২০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে সাজঘরে ফিরেন বেয়ারস্টো। অপর প্রান্তে থাকা রুটের সাথে এবার ক্রিজে যোগ দেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। রুট কিছুটা রয়েসয়ে খেললেও আফগান বোলারদের উপর স্ট্রিম রোলার চালান মরগান। ৮২ বলে ৮৮ রান করে রুট ফিরে গেলেও রশিদ নবীদের তুলোধুনো করে এদিন মাত্র ৭১ বলে মরগানের ব্যাট থেকে আসে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস। শেষের দিকে মঈন আলির ৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৯৭ রান করে ইংল্যান্ড।