নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ^কাপ এর প্রস্তুতি ম্যাচে গত রাতে ২৫৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিক উইন্ডিজ।
পোর্ট অব স্পেনে প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ২৫ বলে ৭৫, চার্লসের ৩১ বলে ৪০, রবম্যান পাওয়েলের ২৫ বলে ৫২ ও রাদারফোর্ডের মাত্র ১৮ বলে ৪৭ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে উইন্ডিজ। হ্যাজেলউড ৪ ওভারে ৫৫, আগার ৪ ওভারে ৫৮ রানে ১ উইকেট, জাম্পা ৪ ওভারে ৬২ রানে ১ উইকেট শিকার করেন। এলিস ৪ ওভারে ৪২ রানে ১ ও টিম ডেভিড ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন।
২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগারের ১৩ বলে ২৮, ইংলিশের ৩০ বলে ৫৫, এলিসের ২২ বলে ৩৯ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে জয় থেকে ৩৫ রান দূরে থেকে ২২২ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। গুদাকেশ মুতি ও জোসেফ ২টি করে উইকেট শিকার করেন।
দুই দলের হয়ে খেলেননি একাধিক তারকা ক্রিকেটার। উইন্ডিজের আন্দ্রে রাসেল, ব্রেন্ডন কিং, রোস্টন চেজ ও অস্ট্রেলিয়ার মিশেল মার্শ, ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক ব্যাট বল করেননি।