রাদারফোর্ডের ব্যাটিং নৈপুণ্যে সুপার এইটে উইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুইবারের ওয়ানডে রানার্সআপ ও একবারের টি২০ রানার্সআপ উইন্ডিজ চলতি বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসলেও পরপর দুই ম্যাচে পরাজয়ের ফলে কার্যত প্রথম রাউন্ডেই বিধায় নিশ্চিত হয়ে গেছে কিউইদের। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে বড় পরাজয়ের পর আজ উইন্ডিজের বিপক্ষে হেরেছে ১৩ রানে। ৩৩ বলে ফিফটি করে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রাদারফোর্ড।

প্রথমে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপে পড়ে মাত্র ৩০ রানে ৫ উইকেট হারায় উইন্ডিজ। ধ্বংসস্তুপ থেকে দলকে এগিয়ে নেন রাদারফোর্ড। ব্যাট হাতে ঝড় তোলে মাত্র ৩৯ বলে ৬ ছয়ে খেলেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। আকিল হোসেন ১৭ বলে ১৫, রাসেল ৭ বলে ১৪ ও শেফার্ড ১৩ বলে ১৩ রান করেন। ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে উইন্ডিজের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩, সাউদি ও ফার্গুসন ২টি করে উইকেট শিকার করেন।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইদের হয়ে ফিন এলেন ২৩ বলে ২৬, ফিলিপস ৩৩ বলে ৪০, সানটার ১২ বলে ২১ রান করলেও ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে কিউইদের ইনিংস। উইন্ডিজের হয়ে মাত্র ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। গুদাকেশ মুতি ৩ উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ৩৯ বলে ৬ ছয় ও ২ চারে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রাদারফোর্ড।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করলো স্বাগতিক উইন্ডিজ। পরপর দুই ম্যাচে হেরে বিদায় কিউইদের। আফগানিস্তান তাদের পরবর্তীতে আগামীকাল ভোরে পাপুয়া নিউগিনিকে হারালেই অফিসিয়ালী বিদায় নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »