নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল ২ জুন মাঠে গড়িয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪। ১ম ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড জয় তুলে নিয়েছে স্বাগতিক আমেরিকা। ২য় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে আরেক স্বাগতিক দল উইন্ডিজ।
আজ তৃতীয় ম্যাচে সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই করে শেষ পর্যন্ত সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া।
দিনের ২য় ও বিশ্বকাপের ৪র্থ ম্যাচে নিউ ইয়র্কে আজ রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে ডি গ্রুপের দুই শক্তিশালী দল শ্রীলংকা বনাম সাউথ আফ্রিকা। এই গ্রুপের অপর ৩ দল হলো বাংলাদেশ, নেদারল্যান্ড ও নেপাল।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে দুই দলের জন্যই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আফ্রিকা ও শ্রীলংকার পাশাপাশি নেদারল্যান্ড এই গ্রুপে থাকায় প্রত্যেকটি দলের জন্য প্রত্যেকটিই ম্যাচই গুরুত্বপূর্ণ। এই গ্রুপ থেকে ২ দল যাবে সেরা আটে।
বাংলাদেশ থেকে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি।