নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ( সিপিএল) এর এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে রাত ১ টা ৩০ মিনিটে মাঠে নামছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস ও গায়ানা অামাজন ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও বার্বাডোজের মাঝে জয় লাভ করা দলটি সরাসরি চলে যাবেন ফাইনালে আর হেরে যাওয়া দল সুযোগ পাবে আরও একটি ম্যাচ খেলার। এলিমিনিটরে জয় লাভ করা দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে কোয়ালিফায়ারে পরাজিত দলটি।
গ্রুপ পর্বের ১০ ম্যাচের ১০ টিতেই জয় লাভ করে অপ্রতিরোধ্য গায়ানা আর গ্রুপ পর্বে ৫ ম্যাচে জয় লাভ করে পয়েন্ট টেবিলের দুইয়ে তারা। গ্রুপ পর্বের দুই দেখায় দুই বারই হারে সাকিবের বার্বাডোজ তবে তখন সাকিব আল হাসান যোগ দেননি দলের সাথে।
টুর্নামেন্টে যোগ দিয়েই দলকে জয়ের ধারায় ফেরান সাকিব আল হাসান। একটা সময় গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা বার্বাডোজ প্লে-অফ নিশ্চিত করেন পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে।
টুর্নামেন্টের শেষ দিকে দলের সাথে যোগ দিয়ে ব্যাটে বলে দুর্দান্ত আলো ছড়াতে থাকেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিন ম্যাচে ৭২ রান যেখানে প্রথম ম্যাচে ৩৮, দ্বিতীয় ম্যাচে ২১ ও তৃতীয় ম্যাচে করেন ১৩ রান। আর বল হাতে তিন ম্যাচে ১২ ওভারে ৪.৯১ রান রেটে বল করে সংগ্রহ করেন চারটি উইকেট। তাই তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দিকে তাকিয়ে থাকবে বার্বাডোজ। মাঠে নামার আগে বাংলাদেশি ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন সাকিব।