রাতে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপ জিততে পারে এমন সম্ভাবনা থাকা দলগুলোর মধ্যে ভারত অন্যতম। টি২০ বিশ্বকাপের ইতিহাসে ২০০৭ সালে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপেই শিরোপা জিতে বাজিমাত করা ভারত পরবর্তীতে আর কখনো শিরোপা না জিতলেও এবার শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ জেতার লক্ষ্যেই দেশ ছেড়েছে।

আজ বিশ্বকাপের ৮ম ও নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

টি২০ ক্রিকেটে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৭ বার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ৭বারই জয় তুলে নিয়েছে ভারত। ৮ম ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মা বাহিনী। অপরদিকে ভারতের বিপক্ষে ১মবারের মতো টি২০ ম্যাচ জয় পেতে সর্বোচ্চ চেষ্টা করবে আইরিশরা। বিশ্বকাপ মঞ্চে ছোট দলগুলোর জন্য ভারতের মতো বড় দলগুলোকে হারানো বিশেষ কিছু।

আয়ারল্যান্ড কি পারবে ভারতকে হারাতে নাকি প্রত্যাশিত ভাবে ভারতই হাসবে শেষ হাসি, তা ফয়সালা হবে আজ মধ্যরাতের মধ্যেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »