রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

এক সময় ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো ভক্ত সমর্থকরা। দুই দেশের বৈরী সম্পর্কের জের ধরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আয়োজন কম হওয়ার বিপরীতে ২০১৫ সাল থেকে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ভক্তদের কাছে ক্রেজে পরিণত হয়।

 

আন্তর্জাতিক ম্যাচ কিংবা প্রস্তুতি, আগ্রহের শেষ নেই সমর্থক্তদের। মাঠের পারফরম্যান্সও একতর্ফা নয়। বাংলাদেশও জয় তুলে নিতে পারে ভারতের বিপক্ষে। ঘরের মাঠে সর্বশেষ সিরিজ জয় ছাড়াও এশিয়া কাপে জয় পেয়েছিল বাংলাদেশ। টি২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে মাত্র ১ জয় পেলেও এই ফরম্যাটটিতেও ভারতের সাথে ফাইট দেয়ার রেকর্ড আছে বাংলাদেশের।

 

আগামীকাল বিশ্বকাপ শুরুর আগে আজই শেষ হচ্ছে প্রস্তুতি পর্ব। আজ রাত ৮.৩০ মিনিটে নিউ ইয়র্কে শুরু হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার না করা হলেও আজকের ম্যাচ লাইভ সম্প্রচার করা হবে। দুই দলের মধ্যকার লড়াই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকাটাই এর অন্যতম কারন।

 

আমেরিকার বিপক্ষে সিরিজ পরাজয়ের পর বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আবারো আমেরিকার বিপক্ষে খেলার কথা থাকলেও বৃষ্টির কারনে ভেস্তে যায় ম্যাচ। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলে জয় তুলে নিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় টাইগাররা। কাজ যদিও অনেক কঠিন, তবে অসম্ভব নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »