নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে ইতিমধ্যে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর পর ২য় ম্যাচে আফ্রিকাকে চেপে ধরেও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় এবং ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়ে ৪ রানে হেরেছে বাংলাদেশ।
আজ নিজেদের ৩য় ম্যাচে রাত ৮.৩০ মিনিটে উইন্ডিজের কিংসটনে মাঠে গড়াবে ম্যাচ। ইতিমধ্যে নেদারল্যান্ডও বাংলাদেশের মতো ২ ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে। ফলে আজ দুই দলই সুপার এইটে উঠার লড়াই করবে।
আফ্রিকাকে হারাতে পারলে বাংলাদেশের জন্য সহজ জয়ে যেতো সুপার এইটে খেলা। তুলনামূলক ছোট প্রতিপক্ষ নেদারল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না বাংলাদেশের জন্য। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও নেদারল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ফলে জয় পাওয়া সহজ হবে না শান্ত বাহিনীর জন্য।
সৌম্যকে বাদ দিয়ে জাকের আলীকে আফ্রিকার বিপক্ষে খেলানো হলেও গুরুত্বপূর্ণ সময়ে ভুল শট খেলে দলকে ডুবিয়েছেন জাকির। ফলে আজ জাকিরের পরিবর্তে একাদশে ফিরবে সৌম্য। এছাড়া পরিবর্তনের সম্ভাবনা নেই তেমন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।