রাজার কাছে আইপিএলের থেকে বিপিএলই বেশি উপভোগ্য

মমিনুল ইসলাম »

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেট এখন জনপ্রিয়তার তুঙ্গে। যার মূল কারন হলো বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ গুলো। টি-টোয়েন্টি লিগগুলোর মাঝে সবচেয়ে বেশি অবদান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। আইপিএলের পরই শুরু হয় বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ গুলো।

বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ গুলোর মাঝে বেশ জনপ্রিয় হলো ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) , বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) , উইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আর পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ ( পিএসএল) অন্যতম।

আইপিএল ব্যতীত প্রায় সব নামিদামী লিগ গুলোতে খেলেছেন সাবেক জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও। তার কাছে আইপিএলের থেকে বিপিএলকেই বেশি উপভোগ্য মনে হয়। বিপিএএলের সাথে রেখেছেন পিএসএলকেও ।

সম্প্রতি একটি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমের সাথে কথা বলা অবস্থায় তাকে প্রশ্ন করা হয় আপনার কাছে কোন লিগটি সবচেয়ে উপভোগ্য লাগে। যেহেতু রাজা এখনও আইপিএল খেলেনি তাই দর্শক হিসেবে মূল্যায়ন না করে খেলোয়াড় হিসেবেই মূল্যায়ন করেছেন। তাই আইপিএলের থেকে বিপিএল ও পিএসএলকে তার কাছে উপভোগ্য মনে হয় ।

তিনি বলেন, ‘ আমি এখন অবদি আইপিএল খেলিনি। তাই আইপিএলকে উপভোগ্য বলাটা বেশ কঠিন আমার কাছে। আইপিএল ব্যতীত বিপিএল ও পিএসএলই তার কাছে বেশি উপভোগ্য লাগে। ‘

বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরে না খেললেও গত দুই আসরে বিপিএলে খেলেছেন রাজা। আর দুই বারই খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। ২০১৭ এর আসরে ব্যাটে বলে দুর্দান্ত খেললেও ভালো করতে পারেননি ২০১৯ সালের শুরুর আসরে ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »