শোয়েব আক্তার »
রাজশাহী রয়্যালসের বোলারদের বোলিং তোপে পড়ে রাজশাহী রয়্যালস কে মাত্র ৯২ রানের টার্গেট দিয়েছে সিলেট থান্ডারস।বিশেষ করে রাজশাহীর পেসত্রয়ী আন্দ্রে রাসেল,রবি বোপারা ও ফরহাদ রেজার কোন জবাব ছিলো না থান্ডারসের ব্যাটসম্যানদের কাছে।সাথে অলক কাপালির লেগ স্পিন পূর্ণ সহায়তা প্রদান করেছে পেসারদের।ফলে মাত্র ৯১ রানে ঘুটিয়ে যায় তারা।
এর আগে টসে জিতে সিলেট থান্ডারস কে ব্যাটিং এ পাঠান রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।
শুরু থেকেই বোলারদের উপর চড়াও হতে থাকেন সিলেট থান্ডারসের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান রণি তালুকদার ও জনসন চার্লস।ইনিংসের প্রথম তিন ওভারে দুজনে মিলে সংগ্রহ করেন ২৯ রান।
আন্দ্রে রাসেলের করা চতুর্থ ওভারের শেষ বলে স্লোয়ার বুঝতে না পেরে এলবি ডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হোন রণি।
পরের ওভারে পঞ্চম ও ষষ্ঠ বলে অলক কাপালির লেগ ব্রেকে বোল্ড হয়ে প্যাভিালয়নের পথ ধরেন জনসন চার্লস ও জীবন মেন্ডিস।৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া সিলেট থান্ডারস কে ভালো সংগ্রহ দেওয়ার চেষ্ঠা করেন মিথুন-মোসাদ্দেক।তবে দুজনেই ২০ রান করে রবি বোপারা’র করা ১১ ও ১৩ তম ওভারে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান।
শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে সিলেট থান্ডারস।
রাজশাহী রয়্যালসের পক্ষে রবি বোপারা ১০ রানে ২ টি,অলক কাপালি ১৭ রানে ৩ টি,ফরহাদ রেজা ৯ রানে ২ টি ও আন্দ্রে রাসেল ২৫ রানে ১ টি উইকেট লাভ করেন।
৯২ রানের টার্গেটে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে মাঠে নামবে রাজশাহী রয়্যালস।