রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন রাসেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, এরপরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যেই বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। সাতটি দল ড্রাফট থেকে তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে এবার ড্রাফটের বাইরে থেকে কাজের কাজটা করেছে রাজশাহী রয়্যালস। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশী ক্রিকেটার নেওয়া যাবে আর এই সুযোগেই উইন্ডিজ তারকা, টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী৷

স্পন্সর পাওয়া দলগুলোই বিশেষ করে দলে ভেড়াতে যাচ্ছে বিশ্বের বেশ কিছু নামি দামি ক্রিকেটারদেরকে। তবে অন্যদিকে ঢাকা প্লাটুন এগোচ্ছে না খুব বেশি। কারণ, তারা ড্রাফটস থেকে ভিড়িয়ে নিয়েছে অনেক নামি-দামি ক্রিকেটারদের। তবে বেশ ভালোভাবেই এখন এগোচ্ছে দুই দল রাজশাহী রয়্যালস আর খুলনা টাইগার্স।

দুটি দলেরই পেস অলরাউন্ডারের দিকে আগ্রহ বেশি। এরমধ্যে খুলনা টাইগার্সের প্রথম পছন্দ অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসমন। বিপিএলে এর আগে না খেলা ওয়াটসনকে এবার দলে ভেড়াতে চাচ্ছেন খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে বিপিএলে ওয়াটসনের খেলা নিয়ে রয়েছে সংশয়।

রাজশাহী রয়্যালস আর খুলনা টাইগার্স দুই দলেরই পছন্দের তালিকায় ছিলেন রাসেল। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহী রাসেলকে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে৷ এবার বিপিএলে রাজশাহীর জার্সি গায়ে খেলতে দেখা যাবে আক্রমণাত্মক এই অলরাউন্ডারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »