রাজশাহীর ব্যাটিং তান্ডবে কুমিল্লার পরাজয়

সাজিদা জেসমিন »

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের শেষ দিনে ২০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস। দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে।

কুমিল্লার দেওয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে
আফিফ ও লিটনের পার্টনারশিপে শুরুটা মোটামুটি ভালোভাবেই হয় রাজশাহীর। ৬০রানের পার্টনারশিপ ভাঙে ৬ষ্ঠ ওভারে মুজিবের বলে লিটন ফিরে গেলে। এরপর ৮ম ওভারে আল-আমীনের বলে মালিক আউট হন। এরপর তৃতীয় উইকেটে এসে আফিফ-বোপারার পার্টনারশিপে এগিয়ে যেতে থাকে রাজশাহী।

১৫তম ওভারে আল-আমীনের বলে আফিফ (৭৬) আউট হলে পার্টনারশিপ ভাঙে। এরপর বোপারা এবং রাসেল দলকে টার্গেট পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এবং ১২বল হাতে রেখেই ৭উইকেটের জয় পায় রাজশাহী রয়্যালস।

এর আগে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। ডেভিড মালা‌নের অসাধারণ শত‌কে রাজশাহী রয়্যালস কে ১৭১ রা‌নের টা‌র্গেট দেয় কু‌মিল্লা ওয়া‌রিয়র্স। মাত্র ৫৪ বলে শতরান সংগ্রহ কর‌তে তি‌নি ৯টি চার ও ৫টি ছয় হাঁ‌কি‌য়ে‌ছেন।

শুরুর দিকে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে অর্ধ-শতরা‌নের জু‌টি গ‌ড়ে দল‌কে ভালো সংগ্র‌হের ভীত গ‌ড়ে দেন ডে‌ভিড মালান ও সৌম্য সরকার জু‌টি। র‌বি বোপারার ব‌লে সৌম্য আউট হ‌য়ে গে‌লে এ জু‌টি ভা‌ঙ্গে।এরপর দাসুন শানাকা-১১ ও ইয়া‌সির আলি-০ রা‌নে আউট হ‌য়ে গে‌লেও উইকে‌টের একপ্রান্ত আগ‌লে রে‌খে দূর্দান্ত সেঞ্চু‌রি ক‌রে দল‌কে লড়াকু সংগ্রহ এনে দেন মালান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

কুমিল্লা ওয়ারিয়র্স : ১৭০/৮

ডেভিড মালান ১০০(৫৪), সৌম্য সরকার ২০(২২)।

ইরফান ২/২৩, রাহী ২/২৪

রাজশাহী রয়্যালস : ১৭১/৩

আফিফ৭৬(৫৩) , লিটন ২৭(১৯),রাসেল ২১(০৮)

আল-আমীন ২/৪৯, মুজিব ১/১৭

ফলাফল : রাজশাহী রয়্যালস ৭উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »