রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ৩৪ তম ম্যাচ ও সিলেট পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।

বিপিএলের এই আসরে মোটেও ভালো করতে পারছে না। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সিলেট। তাই বাকি ম্যাচগুলো কেবলই নিয়ম রক্ষার। অন্যদিকে, প্লে-অফ মোটামুটি পাকা হয়ে গিয়েছে রাজশাহীর। ৯ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। এই ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করতে চাইবে শোয়েব মালিকের দল।

 

দু’দলের একাদশ:

সিলেট থান্ডার: আন্দ্রে ফ্লেচার(অধি), আব্দুল মজিদ, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক),জনসন চার্লস, নাজমুল হোসেন মিলন, শেরফানে রাদারফোর্ড, সোহাগ গাজী, নাভীন-উল-হক, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন।

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক (অধি), রবি বোপারা, মোহাম্মদ নাওয়াজ, অলক কাপালি, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান, নাহিদুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »