রাজপাকসার ব্যাটে মাঝারি মানের সংগ্রহ কুমিল্লার

দুর্জয় দাশ গুপ্ত »

এক দিনের বিরতি দিয়ে আজ আবারো মাঠে গড়ালো বঙ্গবন্ধু বিপিএল ২০১৯। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও তারকায় ঠাসা ঢাকা প্লাটুন৷ টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন স্পিনার মেহেদি হাসান। শুরুতেই সৌম্য সরকার ও রানের খাতা খোলার আগে সাব্বির রহমানের উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেন মেহেদি। দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়া কুমিল্লা আগের ম্যাচের মত দ্রুত রান তুলতে পারছিলো না। ওয়াহাব রিয়াজের নো বলে জীবন পাওয়া রাজাপাকশে একাই লড়েছেন কুমিল্লার হয়ে। একপ্রান্ত আগলে থেকে ইয়াসির আলীকে নিয়ে দারুণ এক পার্টনারশিপ গড়ে মাঝারি মানের একটি সংগ্রহ কুমিল্লাকে এনে দেন তিনি। সেঞ্চুরির সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা আজকেই পেতেন কিন্তু শেষের দিকে রান তুলতে পারেন নি, শেষ পর্যন্ত ৬৫ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৯৬ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। আর তাকে সঙ্গ দেওয়া ইয়াসির আলী ২ চারে ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৬০ রান।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামছে ঢাকা প্লাটুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »