নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টিতে সেখানকার দূষণের ফলে দুর্ভোগে ভুগছিলো সবাই। দিল্লি থেকে রাজকোট, সঙ্কটটা যেনো দূরে সরতে চাইছিলো না। এবার সঙ্কটের নাম ঘূর্ণিঝড় ‘মহা’। গতকাল (৬ নভেম্বর) সন্ধায় ‘মহা’ রাজকোটে চোখ রাঙানো শুরু করে দিয়েছিল।
শোনা যাচ্ছিলো, আজ সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজকোটে মহার প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে। তবে সকালেই যেনো আবহাওয়ার এক ভিন্ন রূপ দেখলো রাজকোট বাসী। সকাল থেকে নীলাভ আকাশে ঝলমলে রোদের আনাগোনা। যেনো মনে হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনাই নেই রাজকোটে। টানা বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই রাজকোটে ঝলমলে রোদ দেখে স্বস্তির হাওয়া বইছে বাংলাদেশ ও ভারত শিবিরেও।
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘মহা’ এখনো রাজকোটে পৌঁছায় নি। আজ (৭ নভেম্বর) বিকাল নাগাদ এই মহা রাজকোটে আঘাত হানবে বলেও জানা গেছে। তবে সেটি দুর্বল হয়ে। আর এটি হলে এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ২০ ওভারি এ ম্যাচ নির্ধারিত ওভারের পুরোটা অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
যদিও ভক্ত-সমর্থকরা স্বস্তির এক নিঃশ্বাস ফেলতেই পারে। কেননা রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অতি উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদিন বৃষ্টি হয়েও যদি খেলার আগে থেমে যায় তবে মাঠ প্রস্তুত করতে তাদের বেশি একটা সময় লাগবে না। আর রাজকোটের আকাশে তো এখন ফকফকা রোদ।