নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) গুজরাটের রাজকোটে সিরিজের ২য় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আজ সকালে অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
এদিকে দুই প্রাণভোমরা সাকিব-তামিম নেই ভারত সিরিজে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারত সিরিজে নেই সাকিব। এছাড়া পারিবারিক কারনে ভারত সিরিজের দলে নেই তামিম।
দেশ সেরা এই দুই তারকা ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত সূচনা করল টাইগাররা। দিল্লিতে প্রথম ম্যাচে জয়ের পর দ্ধিতীয় ম্যাচের ভেন্যু রাজকোটে অবস্থান করছে সফরকারীরা। রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্ধিতীয় ম্যাচকে সামনে রেখে আজ সকালে অনুশীলনে নেমেছে টাইগাররা।