রাইডুর দলে না থাকা দুর্ভাগ্যজনকঃ গম্ভীর

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ আম্বাতি রাইডু। বিশেষ করে দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আইপিএল মাতানো এই ক্রিকেটার ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সব সময়ই। ভারত দলের গত ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল রাইডুর তবে ইয়ো ইয়ো টেস্টে বাদ পড়ায় ইংল্যান্ডের বিমান ধরা হয়নি তাঁর।

এদিকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে আলোচনায়ও ছিলে বিধ্বংসী এই ব্যাটসম্যান তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তাঁর বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। বিজয়কে দলে নেয়ার ব্যাখ্যা হিসেবে নির্বাচকরা বলেছিল তাঁর কাছ থেকে ত্রিমাত্রিক সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং। স্কোয়াডে জায়গা না পেয়ে এদিকেই যেন খোঁচা মারলের রাইডু।

রাইডু তাঁর টুইটারে লিখেন, ‘বিশ্বকাপ দেখতে এই মাত্র ত্রিমাত্রিক চশমার অর্ডার দিলাম।’

অন্যদিকে রাইডুর এমন মন্তব্যের পর এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীরও প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। পিটিআইকে গম্ভীর বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে সাদা বলে ৪৮ গড় নিয়ে কেউ বাদ পড়বে। আমার কাছে অন্য যেকোনো সিদ্ধান্তের চেয়ে এটা বেশি হৃদয়ভাঙার বলে মনে হয়। তার জন্য খারাপ লাগছে।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »