https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তান দল প্রথম ইনিংসে থেমেছে ৩৪২ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে রশিদ খানের দল।
প্রথম দিনে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা আজগর আফগানকে ব্যক্তিগত ৯২ রানে ফিরিয়ে দেন আগের দিন দুই উইকেট নেয়া তাইজুল ইসলাম। অন্যদিকে আরেক সেট ব্যাটসম্যান আফসার জাজাইকেও সাজঘরে পাঠান তাইজুল। প্রথম দিনে কোনো উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় দিনে এসে উইকেট খরা কাটে অধিনায়ক সাকিব আল হাসানের। কাইস আহমেদ ও ইয়ামিন আহমেদজাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেন সাকিব। তবে শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফগান অধিনায়ক রশিদ খান। টাইগার স্পিনারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে নেন তিনি। তবে আফগানদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ক্যাচে রশিদ খানকে ফিরিয়ে ইনিংসের সমাপ্তি ঘটান তিনি। ৬১ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ নিয়ে যান ৩৪২ রানে।
বল হাতে বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি, সাকিব ২টি, নাইম ২টি এবং মিরাজ নেন ১টি উইকেট।