নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের কোচ হতে চায় না কে? ভারত ক্রিকেটে এক প্রভাবশালী এক দল। তাদের অর্থ প্রতিপত্তি অনেক। ভারতের কোচ হলে যেমন অনেক বড় অঙ্কের টাকা পাওয়া যায়। তেমনি ভারতের মতো হাই প্রোফাইল দলের কোচ হতে পারাটা এক বড় ব্যাপার। এবারে ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর রবি শাস্ত্রীকে ছাঁটাইয়ের চিন্তা করে। আর কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।
শোনা গিয়েছিলো ভারতের কোচ হতে অনেক আবেদন পড়েছিলো। তাদের মধ্যে ২০০০ আবেদন গ্রহণ করে বিসিসিআই। তবে শেষ দিকে নিউজিল্যান্ডের মাইক হেসন এবং টম মুডির মধ্যে যেকোনো একজনের সুযোগ পাবার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছিলো। আবার এরকম শোনা যাচ্ছিলো যে বিসিসিআই যাদের সাথে কথা বলেছে তারা কেউই রবি শাস্ত্রীর মতো নয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের কোচের পদে আবারো নিয়োগ পেলেন রবি শাস্ত্রী। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিসিআই।
রবি শাস্ত্রীকে আবারো নিয়োগ দেবার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকরা দুয়ো দিচ্ছেন। তারা অনেক ক্ষেপে আছেন বিসিসিআই এর উপর। সমর্থকরা দাবি করছে যে বিরাট কোহলির সঙ্গে সুসম্পর্কের জন্য সে আবারো কোচ হয়েছেন। তবে কোচ নির্বাচন প্রক্রিয়ায় থাকা কপিল দেব বলছেন কোচ নির্বাচনে কোহলির কোনো প্রভাব ছিলো না।
ভারতীয় সমর্থকেরা নতুন কোচকে অভিনন্দনতো দূরে থাক তাকে ধুয়ে দিচ্ছে। সমর্থকরাও রবি শাস্ত্রীর পরিবর্তন চাই ছিলো। কিন্তু তা না হওয়াতে তারা ক্ষোভে ফেটে পড়ে। কেউ কেউ বলে এবার সেমি পর্যন্ত যেতে পারলে খুশি। আবার এরকম বলেছে, আগামী ৩-৪ বছর পর্যন্ত আমরা কোনো ট্রফি জিততে পারবো না।
২০১৩ সালের পর ভারত কোনো বড় আসরের ট্রফি জিততে পারেনি। রবি শাস্ত্রীর আমলে ভারত ২১টি টেস্টের মধ্যে ১৩টি জয় পায়, ওয়ানডেতে ৬০টি ওয়ানডের ৪৩টি জয় পায় এবং টি-টোয়েন্টিতে ৩৬টির মধ্যে ২৫টি জয় পায়।