নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ জনের দলে জায়গা হয়নি উসমান খাজার, বাদ পড়লেন এই ব্যাটসম্যান। বিশ্রাম দেওয়া হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে। তবে অন্য দুই পেসার পিটার সিডল আর মিচেল স্টার্ক আছেন ১২ সদস্যের দলে। ম্যানচেস্টার টেস্টে এই দুইজনের একজন বাদ পড়ছেন এটা নিশ্চিত।
উসমান খাজার বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত ছিলো। কেননা চলমান অ্যাশেজ সিরিজে মাত্র ২০.৩৩ গড়ে রান করেছেন খাজা। ৬ ইনিংসে তার রান যথাক্রমে – ১৩, ৪০, ৩৬, ২, ৮ ও ২৩। আসল কাজটা করেছেন স্টিভ স্মিথের বদলী হিসেবে খেলতে নামা মার্নাস লাবুশানে। এই সিরিজে এখন পর্যন্ত ধারাবাহিক এই ব্যাটসম্যান নামবেন তিন নম্বর পজিশনে। আর ইনজুরি কাটিয়ে নিজের চার বছর ব্যাটিং পজিশনে নামবেন অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারের ভরসা স্টিভেন স্মিথ। ডেভিড ওয়ার্নারের সাথে ম্যানচেস্টারে ওপেন করবেন মার্কাস হ্যারিস। ট্রাভিস হেড নামবেন পাঁচ নম্বরে।
চলতি অ্যাশেজে এখনো অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামা হয়নি পেসার মিচেল স্টার্কের। ইনজুরি সমস্যা কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা এই পেসারের সামনে সুযোগ এসেছে জেমস প্যাটিনসনকে বিশ্রাম দেওয়ায়। ম্যানচেস্টার টেস্টে স্টার্ক একাদশে জায়গা পেলে সেক্ষেত্রে বাদ পড়বেন আরেক পেসার পিটার সিডল।
ম্যানচেস্টার টেস্টের জন্য ১২ সদস্যের অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, প্যাট কামিন্স ও পিটার সিডল।