রচিনের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে কিউদের দাপট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাউন্ট মুঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন কিউই ব্যাটার রাচিন রবিন্দ্র। দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৪৩১ রান পিছিয়ে আছে প্রোটিয়ারা।

২ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের শুরুতেই ১১২ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন ১১৮ রান করে আউট হন। ভাঙ্গে ২৩২ রানের তৃতীয় উইকেট জুটি। অপরাজিতে থাকা আরেক সেঞ্চুরিয়ান রাচিন রবিন্দ্র মধ্যাহ্ন বিরতির আগেই দেড়শ রানের মাইলপলক স্পর্শ করেন। প্রথম সেশনে কিউইদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ৩৩০ রান।

দ্বিতীয় সেশনে বেশ আস্থার সাথেই ব্যাটিং করেন রাচিন। দারুণ ব্যাটিংয়ে অভিষেক টেস্ট সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন রাচিন রবিন্দ্র। ড্যারেল মিচেল ৩৪ রান করে আউট হলে ভাঙ্গে ১০৩ রানের চতুর্থ উইকেট জুটি। টম ব্লানডেলও ১১ রান করে ফিরে যান।

গ্লেন ফিলিপসকে নিয়ে রাচিন দলের স্কোর বাড়িয়ে যান। ক্যারিয়ার সেরা অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়ার রাচিন আড়াই রানের দিকে এগুতে থাকেন। আর এতেই রেকর্ড গড়েন তিনি। কিউইদের হয়ে অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়া ব্যাটারদের তালিকায় সবার ওপরে জায়গা করে নেন রাচিন। ১৯৯৯ সালে কিউইদের হয়ে ম্যাথু সিনক্লিয়ারের অভিষেক টেস্ট সেঞ্চুরির সর্বোচ্চ ২১৪ রানের ইনিংস টপকে যান রাচিন।

ফিলিপস ৩৯ রান করে আউট হলে ভাঙ্গে ৮২ রানের জুটি। রেকর্ড গড়া ইনিংসে আক্ষেপে পুড়তে হয় রাচিনেকে। আড়াইশ রান থেকে ১০ রান দূরে থাকতে ২৪০ রান করে রাচিন চা বিরতির দুই ওভার আগে আউট হন। দলীয় স্কোর পাঁচশর কাছাকাছি চলে যায়।

পরের কিউই ব্যাটাররা আর সুবিধা করতে পারেনি। ম্যাট হেনরির ৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে তৃতীয় সেশসেন শুরুতেই নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫১১ রানে অলআউট হয়। দক্ষিন আফ্রিকার অধিনায়ক নিল ব্রান্ড অভিষেক টেস্টে ১১৯ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেরার বোলিংয়ে বাংলাদেশের নাঈমুর রহমানের রেকর্ড ভেঙ্গে দেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দিন শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংড়্রগ ৪ উইকেটে ৮০ রান। ডেভিড বেডিংহ্যাম ২৯ ও কিগান পিটরসেন ২ রানে অপরাজিত আছেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »