https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টেস্ট ক্রিকেটে একজন মুমিনুল হকের জুড়ি মেলা ভার দেশের ক্রিকেটে। সাদা পোশাকে নিয়মিত এই ব্যাটসম্যান রঙিন পোশাকে অনিয়মিত। এক বছর আগে ওয়ানডে খেললেও বিশ্বকাপ কিংবা এর আগে আলোচনায়ই ছিলেন না এই লিটল মাস্টার।
বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ অন্যান্য দলের তুলনায় কিছুটা কম থাকায় লম্বা সময় ধরে অলস সময়ই পার করতে হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে অংশ নিলেও রঙিন পোশাকের ওয়ানডেতে ফেরা হচ্ছে না তার।
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ও টি-২০ ত্রিদেশীয় সিরিজের অকন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডে থাকলেও তিনি যে শুধু টেস্ট ম্যাচটাই খেলতে পারবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবকিছুকে ছাপিয়ে আবারও রঙিন পোশাকে ফিরতে মরিয়া হয়ে আছেন মুমিনুল।
তার ভাষ্য, ‘ওইভাবে আসলে এখন ভাবছি না। টেস্ট ক্রিকেটের জন্য বসে থাকলে তো আর হয় না। আমার দুর্বলতা দূর করার জন্য কিন্তু আলাদা কাজ করি। টেস্ট সিরিজে যদি ভালো গড় নিয়ে যেতে পারি ও বিপিএলে যদি ভালো করতে আরি তাহলে অবশ্যই সুযোগ রয়েছে।’
নিজের ওয়ানডে খেলা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘ম্যাচ যদি না খেলি তাহলে পরিস্থিতি অবশ্যই ভিন্ন থাকে। খেলার মধ্যে থাকলে সুযোগ বাড়ে, র্যাংকিং বাড়ানোর সুযোগ থাকে। ভালো পজিশনটা পাওয়া যায়।’