নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এক বছরেরও বেশি সময় ধরে টাইগারদের ব্যাটিং কোচের গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছেন নিল ম্যাকেঞ্জি। তবে তিনি শুধু রঙিন পোশাকেই টাইগার ব্যাটসম্যানদের দীক্ষা দিয়ে থাকেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কথায় উঠে এল এবার নতুন এক খবর। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিসিবির প্রধান এ নির্বাহী জানান, “রঙিন পোশাকের সাথে সাদা পোশাকেও আমরা ম্যাকেঞ্জিকে চাচ্ছি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয় নি। তবে আশা করা যায়, খুব শিগগিরই তিনি সাদা পোশাকেও আমাদের সাথে কাজ করবেন।”
গত বছরের জুলাই মাসে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো এ দক্ষিণ আফ্রিকানকে। তবে শর্ত ছিলো, শুধু রঙিন পোশাকের ক্রিকেটে টাইগার ব্যাটসম্যানদের শিক্ষা দিবেন তিনি। ম্যাকেঞ্জির সাথে বিসিবির চুক্তি ছিলো ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। যদিও বিশ্বকাপের পর ম্যাকেঞ্জির সঙ্গে এ চুক্তি আরও দীর্ঘায়িত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা দলে ওপেনার ছিলেন ম্যাকেঞ্জি। সেই ২০০০ সালে হয়েছিলো অভিষেক। অভিষেকের পর খেলেছেন ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে ৬৪ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৬৮৮ রান। ৫৮ টি টেস্ট খেলে রান করেছেন ৩ হাজার ২৫৩। তাছাড়া টেস্ট ক্রিকেটে তিনি একটি রেকর্ডেরও অংশীদার। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড নিল ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথের ঝুলিতে। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ৪১৫ রান এসেছিলো এ দুই ওপেনারের কাছ থেকে (চট্রগ্রাম)। যা টেস্ট ক্রিকেটে এখন পর্যন্তও সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।
উল্লেখ্য, ২০০৯ সালে খেলা ছাড়ার বেশ কয়েক বছর পর কোচিং করানোর সিদ্ধান্ত নেন তিনি। আর কোচিংয়ে পেশায় যুক্ত হয়ে প্রথমেই নিজ দেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন সাবেক এ দক্ষিণ আফ্রিকান ওপেনার।