রংপুর রাইডার্সে সাকিবের যোগ দেয়া নিয়ে নতুন বিতর্ক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের সপ্তম আসর বসতে যাচ্ছে চলতি বছরের শেষের দিকে। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুচানোর কাজটা সেরে নিতে চাইছে। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাবুতে ভিড়িয়েছে নামকরা ক্রিকেটারদের। বিপিএলের অন্যতম সফল দল রংপুর রাইডার্সও ব্যতিক্রম নয়। আগেভাগেই তারা আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে এখানেই দেখা দিয়েচে বিপত্তি।

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের হয়ে গত আসরে খেলেছিলেন সাকিব। কিন্তু রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশের আগেই সাকিবের রংপুরে যোগ দেয়া নিয়ে অভিযোগ জানিয়েছে ডাহাকার ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা ডায়না মাইটসের পক্ষ থেকে বলা হচ্ছে সাকিবের এমন আচরণে অবাক তারা! শুধু তাই নয় সাকিবের ঢাকা ছাড়ার ব্যাপারে তার সাথে কোনো প্রকার কথা হয়নি বলেও জানিয়েছে তারা।

ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে জানানো হয়, ‘সাকিবের সনজ্ঞে কথা হচ্ছে আমাদের। সামনের বিপিএলে দলের পরিকল্পনা কি হবে এসব নিয়ে। সে দল ছেড়ে চলে যাবে এই ব্যাপারে কোনো কথাই হয়নি। আমরা নিয়ম মেনেই এগুতে চাই। বোর্ডকে আমরা যখন রিটেইন ক্রিকেটারের তালিকা দিব তখনই আসলে জানা যাবে সে আমাদের দলে থাকছে কিনা। এর এই ব্যাপারে কোনো আলোচনা করার সুযোগ নেই।’

ঢাকা তাদের দলে অনেক নামী ক্রিকেটারদের দলে ভেড়ানোর ব্যাপারে বলে, ‘অনেকদিন ধরেই ইয়ন মরগানের সাথে কথা হচ্ছে। এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি। একটু সময় নিচ্ছে সে। কয়েকদিনের মধ্যেই তাকে পেয়ে যাব বলে আশা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক নামকরা ক্রিকেটারদের সাথেইও আমাদের আলোচনা হচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »