নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরকে সামনে রেখে ইতমধ্যে দল গুছাতে শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
এরই মধ্যে আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সবকিছু ঠিক থাকলে বিপিএলের সপ্তম আসরে রংপুর রাইডার্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন আফগান অলরাউন্ডার।
রংপুর রাইডার্সে নতুন নন মোহাম্মদ নবী। এরআগে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২০১৫ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে রংপুর রাইডার্সের জার্সি জড়িয়েছিলেন নবী। সেবার ৭ ম্যাচ খেলা নবী ব্যাট হাতে ৪ ইনিংসে মাত্র ৩৭ রান এবং বল হাতে ৭টি উইকেট নিয়েছিলেন তিনি।
তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে তাকে আবারও দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এখন দেখার বিষয় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন মোহাম্মদ নবী।