কে এম আবু হুরায়রা »
এবারের আসরে মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, তাসকিন আহমেদকে নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে রংপুর। বিদেশি ক্রিকেটারদের ভিতরে মোহাম্মদ নাবী, মোহাম্মদ শেহজাদদের মত অভিজ্ঞ ক্রিকেটার আছে তাদের দখলে৷ এবার তাদের নতুন সংযোজন ইংলিশ ক্রিকেটার টম অ্যাবল।
ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ এখনও হয়নি এই ২৫ বছর বয়সী ক্রিকেটারের। তবে ঘরোয়া লীগের নিয়মিত পারফর্মার ডান হাতি অ্যাবল। ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই তিনি খেলেছেন মেরিলেবন ক্রিকেট ক্লাব এবং সামারসেটের দ্বিতীয় একাদশের হয়ে।
এর আগে ৩৩টি টি২০ ম্যাচ খেলে ৩১.৩৮ গড়ে করেন ৬৫৯ রান। স্ট্রাইকরেটও আকাশচুম্বী ১৪৮.৭৫! ১টি শতকের সাথে আছে ২টি অর্ধ্ব শতকও।
ফিল্ডার হিসেবেও বেশ সুনাম আছে তার। সবধরনের ক্রিকেট মিলিয়ে তিনি এ পর্যন্ত ৭৮টি ক্যাচ ধরেছেন। জুনায়েদ খানের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে অ্যাবলকে দলে ভেড়ালো রংপুর রেঞ্জার্স।
রংপুর রেঞ্জার্সের স্কোয়াডঃ
দেশি খেলোয়াড়ঃ মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, এবং সঞ্জিত সাহা৷
বিদেশি খেলোয়াড়ঃ মোহাম্মদ নাবী (আফগানিস্তান) , ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা) , মোহাম্মদ শেহজাদ (পাকিস্তান), ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) জুনায়েদ খান (পাকিস্তান) , টম অ্যাবেল (ইংল্যান্ড)