দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের রাউন্ড রবিন লিগ শেষ হচ্ছে আজ। এক দিনের বিরতি দিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স।
পয়েন্ট টেবিলের ২য় স্থানে থাকা ঢাকার জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আজ জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে ২ -এ থাকা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া রংপুর চাইবে শেষ ম্যাচটা জিতে টুর্নামেন্টটা শেষ করতে।
টস জিতে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফী। এর ফলে টসে হেরে আগে ব্যাট করবে রংপুর।
দু’দলের একাদশঃ
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধি), নাঈম শেখ, ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রেগোরি, আল-আমিন, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী (উইকেটরক্ষক), আরাফাত সানী, জুনায়েদ খান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আসিফ আলী, মমিনুল হক, আরিফুল ইসলাম, থিসারা পেরেরা, মাশরাফী মর্তুজা, ফাহিম আশরাফ, শাদাব খান, হাসান মাহমুদ।