রংপুরের জার্সিতে বিপিএল মাতাতে ঢাকায় ওয়াটসন

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে গতকাল রাতে ঢাকায় এসেছেন তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশ পা রাখেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বঙ্গবন্ধু বিপিএলের দল রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএল মাতাতে দেখা যাবে ওয়াটসনকে। নিলামের পরে টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই অজি তারকাকে দলে ভিড়িয়েছে রংপুর। তবে এবারই প্রথমবারের মত বিপিএল খেলতে এসেছেন তিনি। এর আগে কখনোই বিপিএলে দেখা যায়নি ওয়াটসনকে।

এদিকে বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবারো ফিরেছে ঢাকায়। ঢাকা পর্বে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের ২য় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। আজ সন্ধ্যায়ই রংপুরের জার্সিতে মাঠে নামার কথা রয়েছে ওয়াটসনের।

বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে ওয়াটসনের রংপুর রেঞ্জার্স। ৫ ম্যাচে ১ জয়ের বিপরীতে হেরেছে বাকি ৪ ম্যাচ। তবে ওয়াটসনকে পেয়ে এখন শক্তিশালী রংপুর শিবির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »