রংপুরকে শিরোপা এনে দিতে চান সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আর মাত্র কয়েক মাস বাকি বিপিএলের সপ্তম আসর শুরু হবার। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মত করে দল গুছানোর কাজ সেরে নিতে চাচ্ছে। একাধিক দল দেশি-বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তিও সম্পন্ন করেছে। বিপিএলে অন্যতম ফেভারিট দল রংপুর রাইডার্স সপ্তম আসরের জন্য তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বিশ্ব সেরা অলরাউন্দার সাকিব আল হাসানকে বিশ্বকাপে দুর্দান্ত খেলা সাকিবকে নিয়ে তাই নতুন আশার দীপ জ্বেলে রাখতে চাইছে রংপুর।

এদিকে রংপুরে যোগ দেয়ার পর সাকিব জানান রংপুরকে শিরোপা এনে দিতে চান তিনি। সেই সাথে ফ্র্যাঞ্চাইজিটির কোচ টম মুডির সাথে আইপিএলে কাজ করাতে সেখানেও বাড়তি সুবিধা পাবার আশা করছেন সাকিব।

রংপুরের সাথে আনুষ্ঠানিক চুক্তি শেষে সাকিব জানান, ‘ফুটবলে বসুন্ধরা কিংস কীভাবে চ্যাম্পিয়ন হয়েছে সেতা আমি দেখেছি। আমার বন্ধু খেলছে সেখানে। ফুটবলে তারা চ্যাম্পিয়ন হয়ে, ক্রিকেটেও আমরা চ্যাম্পিয়ন হব আশা করছি।’

‘টম মুডিই মনে হয় কোচ আছেন হায়দ্রাবাদে আমরা একসাথে দায়িত্ব পালন করেছি। বেশিরভাগ আজই সে করবে। বাকুদের মধ্য থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায় সেটা চেষ্টা থাকবে আমার।’

বিপিএলে নামী ক্রিকেটারদের নিয়ে আসার জন্য বিসিবিকে বিশেষ ধন্যবাদও দেন সাকিব। ‘এটার উন্মাদনা বাড়ুক আমি সেতাই চাই। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখবে। বিপিএল খেলতে এখন সবাই আগ্রহ প্রকাশ করে। কয়েক বছর আগেও এমন ছিল না। বড় বড় প্লেয়ার আনার জন্য বিসিবির প্রতি ধন্যবাদ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »