যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে চট্টগ্রাম: মিথুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু হওয়ার আগে কেউ হয়তো ভাবেনি গাজি গ্রুপ চট্টগ্রাম এতোটা ভালো খেলবে পুরো টুর্নামেন্ট জুড়ে। বোলিং লাইনআপ কিছুটা শক্তিশালী হলেও ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় ছিলো দলটির।

ওপেনিংয়ে সৌম্য সরকার ও লিটন দাশ থাকলেও বাকি কেউ তেমন টি-২০ সূলভ নয়। এর সাথে সৌম্য, লিটনরা সব সময় ধারাবাহিক নয়। তবে টুর্নামেন্টে দেখা গেলো ভিন্ন চিত্র। ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডার ছিলেন ধারাবাহিক। ওপেনিং জুটি হিসেবে নিয়মিত ভালো করেছেন সৌম্য ও লিটন।

তাদের এমন পারফরম্যান্সের কারণেই দল ফাইনালে। অধিনায়ক মিথুন জানান যৌগ্য দল হিসেবেই তারা ফাইনালে।

ম্যাচ শেষে মিথুন বলেন, ‘আগেই বলেছি- এই টুর্নামেন্টে আমাদের বোলাররা যেভাবে বোলিং করছে তা দুর্দান্ত। শুধু একটি ম্যাচে তারা ভালো করতে পারেনি, এছাড়া বাকি সব ম্যাচেই ভালো করছে। আজ বোলাররা ঠিক এলাকায় বল করেছে। পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি মনে করি- আমরা ফাইনালের যোগ্য দল। এই কথাটাই ছেলেদের বারবার বলেছি।’

আগামী ১৮ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ফাইনাল। তবে এই ফাইনালকে অন্য আরেকটা ম্যাচের মতই দেখছেন মিথুন। তিনি বলেন,‘তেমন কিছু করতে হবে না। ম্যাচটি নিয়ে খুব বেশি ভাবছি না। সাধারণ একটি ম্যাচ হিসেবেই খেলব।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »