যে কারনে স্পিরিট অফ দ্যা ক্রিকেট পুরস্কার জিতেছেন কোহলী!

মারুফ ইসলাম ইফতি »

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বার্ষিক পুরস্কার পর্ব ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।ভারতীয় অধিনায়ক বিরাট কোহলীর হাতে এবার উঠেছে ‘স্পিরিট অফ দ্যা ক্রিকেট’ পুরস্কার।

‘স্পিরিট অফ দ্যা ক্রিকেট’ পুরস্কার পেয়ে অন্য সবার মতো বিস্মিত হয়েছিলেন খোদ কোহলী নিজেই।
মাঠে সবসময় আগ্রাসী মেজাজে থাকা কোহলীর হাতে এই পুরস্কার দেখে অবাক হয়েছেন অনেকেই।
তবে কেন কোহলীকে দেওয়া হলো এই পুরস্কার?
মাঠে কোহলীর কোন কাজটি আইসিসির কাছে এতটা বিস্ময়কর ছিল?

ভারতীয় অধিনায়ক আইসিসির এই সম্মানিত স্বীকৃতিটি পেয়েছেন গত বিশ্বকাপের একটি ঘটনার জন্য।গত বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে স্টিভেন স্মিথকে ব্যাটিংয়ের সময় ভারতীয় ক্রিকেটাররা স্লেজিং করছিলেন, এই সময় কোহলী ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং বন্ধ করে সদ্য নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা স্টিভেন স্মিথকে মানসিকভাবে সমর্থন দেওয়ার আহবান জানান সতির্থদের।সেদিন কোহলীর এমন স্পোর্টসম্যানশিপ আচরন দারুণ ভাবে নাড়া দিয়েছিল আইসিসিকেও।এই ঘটনাটাই আইসিসির চোখে স্পিরিট অব দ্য ক্রিকেটের অংশ হয়ে গেছে।

স্পিরিট অব দ্য ক্রিকেটের পুরস্কার জিতে গনমাধ্যমকে কোহলী জানান বিশ্বকাপের ওই ম্যাচের ওই ঘটনার ব্যাপারে। সাংবাদিকদের কোহলী বলে, ‘স্মিথ তখন মাত্র নিষেধাজ্ঞা থেকে ফিরে এসেছে।আমি অনুধাবন করেছিলাম তার তখনকার মানসিক পরিস্থিতি।এমন পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে মানসিকভাবে আরো চাপে ফেলে দেওয়া কখনোই উচিৎ নয়।স্লেজিং খেলার অংশ হলেও পরিস্থিতি সবসময় আপনাকে এটি করতে নাও দিতে পারে।আমার মনে হয়েছিল এই সময়টা ওর মানসিক সমর্থন দরকার, আর তাই আমি সতির্থদের এটি স্লেজিং থেকে বের হয়ে আসতে বলেছিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »