https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেটে কেউ কেউ ৩-৪টি বিশ্বকাপ খেললেও কারো কারো ক্যারিয়ারে খেলার সুযোগ পান একটি বা দুইটি বিশ্বকাপ। ফলে প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার। সেই স্বপ্নে কখনো কখনো বাঁধ সাজে ইনজুরি। আততায়ী ইনজুরির সাথে লড়াই করে পেরে উঠেন কা কেউ কেউ। এমনই এক হতভাগা ক্রিকেটার অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
বল হাতে গতির ঝড় তুলে প্রতিপক্ষ বোলারদের কুপোকাত করতে বিশেষ পারদর্শী এই পেসার এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না দেশের হয়ে। বিশ্বকাপের আগ মুহূর্তে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য।
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মনের হতাশা নিয়ে ঝেরে কাশেন তিনি। হ্যাজেলউড বলেন, ‘আমি এখানে যেটা করতে এসেছি সেটার দিকেই মনোযোগ দিচ্ছি। রাতে টেলিভিশনে সামনে বসে হয়তো কয়েক ওভার দেখি। তবে এগুলো থেকে একটু দূরে থাকতে চাই। কেননা আপনি কোনো জিনিস যত দেখবেন সেতার উপর আপনার মায়া ততই জন্মাবে। সুতরাং আমি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি।’
অজি এই পেসার এখন নজর দিচ্ছেন অ্যাশেজের দিকে। এমনটাই জানিয়েছেন তিনি। ‘আমি জানি শারীরিকভাবে সুস্থ থাকলে আমি কতটা ভালো করতে পারি। সুস্থ হয়ে অ্যাশেজে খেলার জন্য আমি মুখিয়ে আছি। নেটে আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করছি।’