নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশেষ সংস্করণে মাঠে গড়াবে এবারের বিপিএল। যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে এবারের আসর শুরুর আগেই ধাক্কা। চট্টগ্রাম চ্যালেঞ্জার দলে ভিড়িয়েছে বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিজ গেইলকে। বিপিএল প্লেয়ার ড্রাফট থেকেই তাকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার।
তবে হঠাৎ করে গেইল জানালেন এবারের বিপিএলে তিনি খেলবেন না। চট্টগ্রাম চ্যালেঞ্জার যে তাকে দলে ভিড়িয়েছে সেটাই নাকি তিনি জানেন না। বিপিএলে প্লেয়ার ড্রাফটে তার নাম আছে গেইল নিজেই জানতেন না।
এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, গেইলকে যথাযথ প্রক্রিয়া মেনেই প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছিল। এখন গেইলের এমন বক্তব্যের ব্যখ্যা তার কাছে নেই। তবে আর্থিক ঝামেলার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিপিএলের এবারের আসর খেললে গেইল পাবেন ১ লাক্ষ ডলার। কিন্তু ড্রাফটের বাইরে থাকা ক্রিকেটারদের আরো বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে। এই কারণে গেইল পারিশ্রমিকের জন্য এরকমটা করতে পারেন বলে মনে করেন নিজামউদ্দিন চৌধুরী।