https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আগানিস্তানের বিপক্ষে কন্ডিশনিং ক্যাম্প ও দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। ১৬ প্রাথমিক দল ঘোষণা ও ১৮ আগস্ট কন্ডিশনিং ক্যাম্প শুরু হবার কথা থাকলেও সেটা হতে দেরি হচ্ছে আরও একদিন। মূলত ঈদের ছুটিতেই এই বিলম্ব হবার কারন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ দল দেশে আসে। আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে। এরপর আবার ত্রিদেশীয় সিরিজ শুরু। তাই এই দুই সিরিজের জন্যই আগেভাগে কন্ডিশনিং ক্যাম্প করতে চেয়েছিল বিসিবি।
অন্যদিকে পারিবারিক কারণে ট্রেনার মারিও ভিল্লাভারায়নে আসতে করচেন দেরি। নির্বাচকদের পক্ষ থেকেও জানানো হয়েছে ট্রেনার ছাড়া ক্যাম্প শুরু করা সম্ভব নয়। তাই একপ্রকার বাধ্য হয়েই ক্যাম্প শুরু করতে কালক্ষেপণ করছে বোর্ড।
যদি শেষ পর্যন্ত ১৯ আগস্ট ক্যাম্প শুরু হয় তাহলে আফগান সিরিজের আগে সব মিলিয়ে ১৫ দিন সময় পাবে বাংলাদেশ দল ক্যাম্প করার জন্য।