যে কারণে এমসিসির সভায় যোগ দিচ্ছেন না গাঙ্গুলি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির বার্ষিক সভায় যোগ দিচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মায়ের অসুস্থতার কারণে এই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সারাবিশ্বে ক্রিকেটের যত আইনকানুন প্রচলন রয়েছে তার প্রথম উদয় হয় সাধারণত এমসিসি থেকেই। ক্রিকেটের ইতিহাসে গৌরভময় এই ক্লাবটির সদস্য হয়ে থাকেন বিশ্বের সেরা সব ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা। যেখানে বাংলাদেশ থেকেও এই ক্লাবের সদস্য হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মূলত ক্রিকেটের মঙ্গলের জন্য বা নতুন কোনো আইন ক্রিকেট যুক্ত করা ও পুরনো কোনো নিয়ম বাদ দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিস্বের পুরনো এই ক্লাবটি। ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতেই আইন প্রণয়ন করে থাকে তারা।

চলতি মাসের আজ (১১ আগস্ট) ও আগামীকাল রয়েছে এই ক্লাবটির সভা। কিন্তু সেই সভায় যোগ দিচ্ছেন না ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, ‘আমার মায়ের শরীর ভালো নয়। চিকিৎসার জন্য হয়তো অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে। মার পক্ষে তাই এই সভায় যোগ দেয়া সম্ভব হচ্ছে না।’

এদিকে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানও অবস্থান করছেন সৌদিতে। হজ করতে মাকে নিয়ে সৌদিতে থাকার ফলে সাকিবও যেতে পারেননি এই সভায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »