যেসব চ্যানেল থেকে সম্প্রচারিত হবে বিবিপিএল

সাজিদা জেসমিন »

আগামী ১১ই ডিসেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। চট্টগ্রাম ও সিলেটের মধ্যকার ম্যাচে শুরু হবে এবারের আসর। গ্যালারী ছাড়াও দেশ ও বিদেশের কোটি ক্রিকেট সমর্থক উপভোগ করতে পারবেন ম্যাচ।

এবারের আসরে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। থাকছে ড্রোন, স্পাইডার ক্যামেরা। গণমাধ্যমে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি এ-ই ব্যাপারে বলেন – ‘আমরা প্রোডাকশনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ত্ব দিচ্ছি । আমরা চেষ্টা করছি প্রযুক্তির দিক থেকে যতটা ভালোভাবে পারা যায় উত্তমভাবে করার। আমরা নরমালি ড্রোন, স্পাইডার ক্যামেরা এগুলো ব্যাবহার করবো । বাইরের ভেন্যুগুলো যেমন চট্টগ্রাম, সিলেটে ড্রোন ব্যবহার করা হবে । ‘

এবার প্রশ্ন জাগতে পারে কোন কোন চ্যানেলে প্রদর্শিত হবে বিবিপিএল? এ ব্যাপারে বলেন, বাংলাদেশি ২টি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন ও জিটিভি ছাড়াও প্রায় দশটি দেশের ৮টি চ্যানেলে সম্প্রচার হবে এবারের বঙ্গবন্ধু বিপিএল – এ-র আসর।। প্রতিবেশি দেশ সমূহ ফ্যানকোড, আরটিএ এবং জিও সুপারের মাধ্যমে বিবিপিএল দেখতে পারবেন। এছাড়াও ইউটিউব চ্যানেল র‍্যাবিটহোলবিডি.কম এর মাধ্যমে লাইভ খেলা দেখা যাবে ।

এছাড়াও এশিয়ার বাইরে বিটি স্পোর্টস, এলিভেনস্পোর্টস.ইট, হটস্টার এবং ফক্স স্পোর্টস সরাসরি বিবিপিএল সম্প্রচার করবে। সম্প্রচার নিয়ে কোন সমস্যা না থাকলেও সম্প্রচারের মান নিয়ে প্রতিবারই থেকে যায় দ্বন্দ্ব। তবে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমরা প্রোডাকশনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমরা চেষ্টা করি প্রযুক্তির দিক থেকে যতটা উন্নত করা যায়।’ এখন অপেক্ষা শুধুই মাহিন্দ্রক্ষণের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »