যেসব খেলোয়াড় অবিক্রীত!

সাজিদা জেসমিন »

ওপাড় বাংলায় চলছে ফ্র্যাঞ্চাইজি আসরের সবথেকে বড় আকর্ষণ আইপিএল এ-র নিলাম। কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে এ-ই নিলাম চলছে। নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ৩৩২জন ক্রিকেটার। যাতে ৫জন বাংলাদেশি ও আছেন।

বর্তমানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চলুন দেখে নেই অবিক্রীত খেলোয়াড়দের :

স্পিনার সেট -০১ এ অবিক্রীত রয়ে গেছেন অ্যাডাম জাম্পা (ভিত্তি মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি), হেইডেন ওয়ালশ (ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), জহির খান( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি)।

ফাস্ট বোলার সেট – ০১ এ অবিক্রীত রয়ে গেছেন মোহিত শর্মা( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), ডেল স্টেইন( ভিত্তি মূল্য ২ কোটি রুপি), অ্যান্ড্রু টাই (ভিত্তি মূল্য ১ কোটি রুপি), টিম সাউদি( ভিত্তি মূল্য ১ কোটি রুপি)

উইকেটরক্ষক সেট – ০১ এ অবিক্রীত রয়ে গেছেন হেনরিখ ক্লাসেন( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), মুশফিকুর রহিম( ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি), নামান ওঝা (ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), কুশল পেরেরা (ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), শাই হোপ( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি)।

অলরাউন্ডার সেট – ০১ এ অবিক্রীত রয়ে গেছেন ইউসুফ পাঠান ( ভিত্তি মূল্য ১ কোটি রুপি), কলিন ডি গ্র্যান্ডহোম (ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি), স্টুয়ার্ট বিনি ( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি)।

ব্যাটসম্যান সেট – ০১ এ অবিক্রীত রয়ে গেছেন হনুমা বিহারি ( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি), চেতেশ্বর পুজারা ( ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »