নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে সুপার ফোরে যাওয়ার সমীকরণ কঠিন করে ফেলে বাংলাদেশ। তবে আফগানদের বড় ব্যবধানে হারিয়ে বি গ্রুপে এখন সবার আগেই সুপার ফোরের টিকেট কেটে নিয়েছে টাইগাররা।
সুপার ফোরের রাস্তায় টিকে থাকতে হলে আফগানদের বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প ছিলোনা বাংলাদেশের। তবে সেই বাধাকে খুব সহজেই টপকে গেলো টাইগাররা। ৮৯ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের রাস্তাটা মসৃন করে নিলো লাল সবুজের দল। তবে যাত্রাটা সহজ ছিলোনা সাকিব বাহিনীর।
শ্রীলঙ্কার বিপক্ষে ৬৬ বল আগে আর ৫ উইকেটের হারে রানরেটে বেশ পিছিয়ে যায় বাংলাদেশ। তাইতো আফগানদের বিপক্ষে লড়াইটা ছিলো নকআউট ম্যাচ। হারলেই কাটতে হবে বিমানের টিকেট।
তবে সবকিছুকে ছাড়িয়ে এখন বি গ্রুপে ২ নম্বরে শক্তিশালী অবস্থানে আছে টাইগাররা। আফগানদের বিপক্ষে একই ম্যাচে শান্ত মিরাজের সেঞ্চুরি। তাসকিন, শরিফুলদের দূর্দান্ত বোলিং সব মিলিয়ে ৩৩৪ রানের বিগ স্কোর আর ৮৯ রানের জয় সবই ছিলো টাইগারদের ম্যাচে।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর পয়েন্ট টেবিলে নেগেটিভ পর্যায়ে চলে যায় হাথুরুর শিষ্যরা। তবে আফগানদের বিপক্ষে এমন জয়ে টাইগারদের রানরেট বেড়ে দাড়িয়েছে ০.৩৭৩। অন্যদিকে আফগানদের নেগেটিভ পয়েন্ট ছাড়িয়ে গেছে -১.৭৮০। এই অবস্থান থেকে ফিরে আসাটা আফগানদের শুধু কঠিন নয় অনেক বেশ কষ্টসাধ্য।
সমীকরন দেখে বোঝা যায় আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের। যদি রশিদ নবীরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে লঙ্কানরা। তাইতো পয়েন্ট টেবিলের মাঝখানে থেকে নিশ্চিন্তেই আছে সাকিব বাহিনী।
এখন টাইগারদের পরবর্তী মিশন সুপার ফোর। প্রথম প্রতিপক্ষ ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানের বিপক্ষে আগামী ৬ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।
আরএ/নিউজক্রিকেট২৪