যেভাবে বড় স্কোর গড়লেন লিটন দাস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান লিটন কুমার দাস। বাংলাদেশ দল এর আগে এই আসরে তিনটি ম্যাচে মাঠে নামলেও একাদশের বাইরে ছিলেন লিটন। মূলত টিম কম্বিনেশন মেলাতে গিয়ে লিটনকে রাখতে হয়েছে বাইরে। তবে ডানহাতি এই ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে ছিল না কোনো সন্দেহ।

ঘরোয়া লিগ কিংবা জাতীয় দলে সাধারণত ওপেনিং করতেই দেখা যায় লিটনকে। তবে এই আসরে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে সৌম্য সরকার থাকায় সোমবার উইন্ডিজের বিপক্ষে ম্যাচে  পাঁচে ব্যাট করতে নামেন লিটন। নিজেকে উজাড় করে দিয়ে অপরাজিত থাকেন ৯৪ রানে।

ম্যাচ শেষে নিজের ইনিংস সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে লিটন বলেন, ‘জাতীয় দলের হয়ে অনেকদিন ধরে ম্যাচ না খেলার কারণে আমি খুবই নার্ভাস ছিলাম। বিশ্বকাপে প্রথম ম্যাচ তাও আবার এত রানের চাপ। সাকিব ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন তিনি। তাও নার্ভাস ছিলাম।

‘আমার রান ৩০ হবার পরই নার্ভাসনেস কেটে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে আমার অনেক বড় ইনিংস আছে। কিন্তু দেখা যায় আমি বড় ইনিংস খেললেও ম্যাচ শেষ করে আসতে পারিনি। আজকে (সোমবার) ম্যাচ শেষ করে আসতে পারায় বেশ ভালো লাগছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »