নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে দাপুটে জয় আফগানিস্তানের। স্বাগতিক বাংলাদেশকে পাত্তাই দেয় নি রশিদ খান ও তার শিষ্যরা। তাদের টেস্ট ইতিহাস মাত্র এক বছরের। ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রথম তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে আফগানরা। টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আছে কেবল অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারলেও পরেই টেস্টেই আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এর পরে এখন নিজেদের তৃতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসালো আফগানিস্তান। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আফগানিস্তানের আশেপাশেও নেই। প্রথম ২টি টেস্ট জিততে আফগানিস্তানের লাগলো ৩ ম্যাচ, বাংলাদেশের লেগেছে ৬০ ম্যাচ।
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে টেস্ট স্ট্যাটাস অর্জন করে নেয় রশিদ-জহিররা। বাংলাদেশের সাথে প্রথম দেখায় লাল বলের ক্রিকেটে ২২৪ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। বৃষ্টি বাঁধায় একটা সময় মনে হয়েছিল চট্টগ্রাম টেস্ট ড্র হওয়াটা সময়ের ব্যাপার। শেষ বিকেলে যখন খেলা আবার মাঠে গড়ায় বাংলাদেশকে শেষ চার উইকেটে ১৮.৩ বল টিকতে হত হার এড়াতে। কিন্তু এই সহজ সমীকরণেও ব্যর্থ সাকিব-মিরাজরা। মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রথম দুই টেস্ট জিততে ইংল্যান্ডের লেগেছে ৪ ম্যাচ, পাকিস্তানের ৯ ম্যাচ, ভারতের ৩০, জিম্বাবুয়ের ৩১ , নিউজিল্যান্ডের ৫৫ এবং বাংলাদেশের ৬০ ম্যাচ।