মারুফ ইসলাম ইফতি »
চলতি মাসের ১৭ তারিখ হতে দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠতে যাচ্ছে ২০২০ যুব ক্রিকেট বিশ্বকাপের।ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই আসরকে সামনে রেখে আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে।প্রথমবারের মতো আইসিসির কোন বিশ্বকাপের ইভেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশী আম্পায়ার।আসন্ন যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে মাসুদুর রহমান মুকুল ও শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতকে।
সবকিছু ঠিকঠাক থাকলে এবারের যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন এই দুই দেশী আম্পায়ার।যুব বিশ্বকাপে বাংলাদেশী দুজন আম্পায়ার থাকলেও ভারত থেকে শুধুমাত্র ডাকা হয়েছে একমাত্র অনিল চৌধুরীকে।
চলতি মাসের ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরের পর্দা নামবে ৯ই ফেব্রুয়ারি।১২টি দেশের মোট ১৬ জন আম্পায়ার এবার দায়িত্ব পালন করবেন আসরের ৪৮ ম্যাচের।আগামী ২০ই জানুয়ারি অস্ট্রেলিয়া-নাইজেরিয়া ম্যাচে ফিল্ড আম্পায়ের ভূমিকায় দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে।
এক নজরে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ এর ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
আম্পায়ারঃ শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, ইয়ান গোল্ড, ওয়েইন নাইটস, রশিদ রিয়াজ ওয়াকার,নিগেল ডগিড, রবীন্দ্র উইলমালসিরি, মাসুদুর রহমান মুকুল, আসিফ ইয়াকুব,অনিল চৌধুরী, প্যাট্রিক বোঙ্গানি জেলে, ইকনো চাবি, , লেসলি রেইফার ও আদ্রিয়ান হোল্ডস্টক,রোলান্ড ব্ল্যাক, আহমেদ শাহ পাক্তিন, স্যাম নোগাসকি।
ম্যাচ রেফারি- শহিদ ওয়াডাবালা, ফিল হুইট্টিকেস ও
গ্রায়েম ল্যাব্রোয়।