মোহাম্মদ সোহেল »
প্রশংসা শুনতে কার না ভাল লাগে, সেটা যদি হয় বিশ্ববাসীর কাছ থেকে, তবে বুঝবেন বিশেষকিছু হয়ে গেছে। অনুর্ধ-১৯ এর ক্রিকেটারটা গতকাল করেছে বিশ্বজয়,সাথে জয় করেছে বিশ্ববাসীর হৃদয়। তারই বহিঃপ্রকাশ করছেন তারা ফেসবুক টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রশংসা করতে কার্পণ্য করেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ, বিশ্বের সাবেক ও বর্তমান খেলোয়ারেরা। ফিল্ডিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া জন্টি রোডস, লিজেন্ডারি সাঙ্গাকারা, এঞ্জেলো মেথুস, ইয়ান বিশপ, জেপি ডুমিনি সহ অনেকে বাংলাদেশের যুবাদের বিশ্বজয়ে টুইটার বার্তায় অভিনন্দন জানিয়েছেন।সাঙ্গাকারা ছেলেদের ক্রিকেটের প্রতি নিবেদন, দায়িত্ব পালন দেখে অভিভূত।