https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের যুবারা।
ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের যুবারা। ইনিংসের প্রথম থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন টাগার যুবারা। দলীয় ৩ রানেই ওপেনার অর্জুন আজাদকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তানজিম হাসান সাকিব। এক ওভার অর আবারও আঘাত হানেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ব্যক্তিগত মাত্র ২ রানেই প্যাভিলিয়নে পাঠান তালিক বর্মাকে। আরেক ওপেনার সুভেদ পার্কারকে রান আউঠের শিকার করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন দলীয় ৮ রানেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৭ রান। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
দুই দলের একাদশ
ভারত: সুভেদ পার্কার, অর্জুন আজাদ, তালিক বর্মা, ধ্রুভ জুরেল, শাসুয়াত রওয়াত, বরুন লাভেন্দি, করুন লাল, আকাশ সিং, অথর্ব আনকুলাকার, সুশান্ত মিশরা, বিধায়ধর পাতিল
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, তৌহিদ চৌধুরী, পারভেজ হাসান ইমন, শাহাদাত হোসাইন, আকবর আলি, শামিম হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, শাহিন আলম, তানজিম হাসান সাকিব।