যুবাদের দায়িত্বে তালহা-অপিরা

নিউজ ডেস্ক »

করোনা মহামারীতে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে জাতীয় দল সহ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর উদ্যোগে সম্প্রতি বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে একটি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। যুবাদের কোচ হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার মেহরাব অপি। আরো থাকছেন তালহা জুবায়ের ও মোহাম্মদ সেলিম। ৪৫ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

তবে লঙ্কান কোচ নাভিদকে পাচ্ছেন না যুবারা। শ্রীলঙ্কার ভিক্টোরিয়া রাজ্যে লকডাউন চলার করাণে ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। যার কারণে আটকে গেছেন নাভিদ। তবে বিশ্বকাপ জয়ের আরেক কারিগর ইংলিশ ট্রেনার রিচার্ড স্টনিয়ের কে শুরু থেকেই পাচ্ছেন আকবর আলীরা।

এই ব্যাপারে বয়স ভিত্তিক দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এক সংবাদ মাধ্যমে বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ এখনই আসতে পারছেন না। তার না আশা পর্যন্ত এই ক্যাম্পের দায়িত্বে থাকবেন মেহরাব হোসেন অপি।

তবে তিনি সহকারী কোচ হিসেবেই এই ক্যাম্পে নিয়োগ পাচ্ছেন। এছাড়াও আমরা বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরকে রাখছি। ফিল্ডিং কোচ  মোহাম্মদ মেলিম। বিদেশিদের মধ্যে ট্রেইনার রিচার্ড স্টনিয়ার থাকবেন।’

সম্প্রতি বিসিবির করোনা অ্যাপ ডেভোলাপ হওয়ায় সেটির মাধ্যমেই ক্রিকেটারদের শারীরিক অবস্থা সম্পর্কে খবর রাখবে বিসিবি। ১৫ই আগস্ট মিরপুরে হোম অব ক্রিকেটে সব খেলোয়াড় একত্রিত হওয়ার পর তিন ভাগে হবে করোনা পরীক্ষা। ফলাফল নেগেটিভ আসলেই পাবেন ক্যাম্পের টিকেট। এখান থেকেই আগামী বিশ্বকাপের দল নির্বাচন করবে বিসিবি।

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »