নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বাদশ জাতীয় নির্বাচন আর ইনজুরি সব মিলিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। মাঠে যখন ব্যাট হাতে ফিরলেন তখন সাকিবের পরিচয়ও যুক্ত হয়েছে নতুন পদবী। ক্রিকেটারের সঙ্গে যুক্ত হয়েছে মেম্বার অব পার্লামেন্ট। এবারের জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দিনই চলে আসেন ঢাকায়। যোগ দেন রংপুর রাইডার্সের অনুশীলনে। এবারের বিপিএলকে সামনে রেখে মঙ্গলবার (০৯ জানুয়রি) আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে রংপুরের অনুশীলন। আর প্রথম দিনেই যোগ দেন অনুশীলনে। তাইতো অনুশীলনে বাড়তি আকর্ষণ ছিল এমপি সাকিবের দিকে।
প্রথম দিনের অনুশীলনে সাকিব ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন। বেশ স্বাচ্ছন্দেই ব্যাটিং করেছেন টাইগার অলরাউন্ডার। শুধু ব্যাটিং নয় ফিটেনেস নিয়েও কাজ করেছেন সাকিব। অনুশীলনের পর সংসদ সদস্য নির্বাচিত হওযার পর প্রথমবারেরর মতো গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এমপি সাকিব নাকি ক্যাপ্টেন সাকিব? কোন নামে ডাকলে আপনি খুশি? সাকিবের উত্তর, ‘যা ইচ্ছা ডাকেন, সমস্যা নেই।’
এতো তড়িঘড়ি করেন মাঠে ফেরার কারণ তিনি। সাকিব বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।’
এসময় সাকিব আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপ নিয়েও কথা বলেন। জানান সবাই ভালো ছন্দে রয়েছে, তাই আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার সুযোগ রয়েছে। সাকিব বলেন, ‘প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। যেহেতু টি-টোয়েন্টি সংস্করণ, আমরা শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। তো আমাদের সুযোগ আছে।’
জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে সাকিব জানান বোর্ডের কর্মকর্তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানোবেন। বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি। বলেন, ‘বোর্ডের সঙ্গে কথা হবে। তখন আলোচনা হবে। এরপর সবাই মিলে যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে। আর এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি ৮-১০ বার দিয়েছি।’
নিউজক্রিকেট২৪/আরএ