যারা সেরা ক্রিকেটটা খেলবে তারাই জিতবে: মিঠুন।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কাগজে-কলমে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টি২০ ক্রিকেটে দেশের দুই মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার এবং লিটন দাসসহ কাটার মাস্টার মোস্তাফিজুরকেও ভিড়িয়েছে চাটগাঁয়ের এই দলটি। তবে দল নিয়ে অতিরিক্ত কিছু করতে রাজি নয় অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথম ম্যাচে মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগ তার। যারা মাঠে সেরা ক্রিকেট খেলবে তারাই জিতবে বলে মনে করেন মিঠুন।

করোনা পরবর্তী খেলোয়াড়দের প্রস্তুত করতে বিসিবির উদ্যোগ প্রশংসনীয়। বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজনের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি২০ লীগ আয়োজন করেছে বোর্ড। গতকালই পর্দা উঠলেও এখনও মাঠে নামেননি গাজী গ্রুপ চট্টগ্রাম। কোচ সালাউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটিবেশ ভারসাম্যপূর্ণই গড়েছেন তিনি। অধিনায়কের মোহাম্মদ মিঠুনও আশাবাদী এই দল নিয়েই। নিজের দল নিয়ে প্রশংসা ব্যাক্ত করে মিঠুন বলেন স্বাভাবিক খেলা খেলতে পারলেই ভালো ফলাফল সম্ভব। মিঠুনের ভাষায়,’ আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা একটা ভারসাম্যপূর্ণ দল। এখন মাঠে প্রমাণ করতে হবে, যে আমরা দল হিসেবে কতটা ভালো। আমি মনে করি, আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, আমাদের যে দল, ইতিবাচক ফলাফলই আশা করছি।’

এছাড়াও বহুল আলোচিত অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। অভিজ্ঞতায় টইটুম্বুর দলেও মিঠুনকে যোগ্য মনে করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। তবে দলের সেরা খেলা বের করে নিজের যোগ্যতার প্রমাণও রাখতে চান এই ব্যাটসম্যান। মিঠুন বলেন,’ সবার আগে আমি প্রিভিলেজড। আমাকে যোগ্য মনে করেছে। আমি অবশ্যই আমার দিক থেকে শতভাগ চেষ্টা করবো, আমার নিজের এবং দলের সেরা পারফরম্যান্সটা বের করে আনতে।’

অধিনায়ক হিসেবে বড় কোন টুর্নামেন্টে এবারই প্রথম মোহাম্মদ মিঠুনের। সে নিয়ে নির্দিষ্ট কোন লক্ষ নেই মিঠুনের। প্রতিটি বলেকেই সমান গুরুত্ব দিয়ে খেলতে চান তিনি। এছাড়াও মাঠের ক্রিকেটেই ভরসা তার। মিঠুন বলেন,’ গোল সেটাপের কথা যদি বলি, মাত্র টুর্নামেন্ট শুরু হলো। আমি ভবিষ্যত চিন্তা করি না, বর্তমানে থাকতেই বেশি পছন্দ করি। আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ। এমনকি প্রতিটা বল আমার কাছে গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচে আমি যেটা মনে করি, যারা সেরা ক্রিকেটটা খেলবে তারাই জিতবে।’

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন গাজী গ্রুপ চট্টগ্রাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »