নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত খেলে ইতোমধ্যেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। দল সুবিধাজনক অবস্থানে থাকলেও আপাতত তৃপ্তির ঢেঁকুর তুলছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার প্রত্যাশা আরো ভালো কিছু করার। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই দেশসেরা ওপেনার।
ওয়ানডে সুপার লিগে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। একমাত্র নিউজিল্যান্ডের কাছেই সিরিজ হেরেছে বাংলাদেশ। এছাড়া বাকী পাঁচটি সিরিজ জিতে বেশ পাকাপোক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপও নিশ্চিত করে ফেলেছে। যেখানে এখনো অনেকটাই পিছিয়ে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এখনো ওয়ানডে সুপার লিগের দুটি সিরিজ বাকী রয়েছে সাকিব – তামিমদের। এই দুটি সিরিজকেও গুরুত্বের সাথেই দেখছে তামিম। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা বলেছেন তামিম।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ যখন দেখলাম আমরা কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছি তখন কিছুটা অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম শেষ ছয়টি ম্যাচের মধ্যে আমাদের অন্তত আরেকটি ম্যাচ জিততে হবে৷ তবে অন্য দলের ফলাফলের জন্য স্পষ্ট হয়ে গেছে এখন ব্যাপারটি। এটা অবশ্যই স্বস্তি দিয়েছে। তবে কোয়ালিফাই করাই আমাদের মুল লক্ষ্য নয়৷ সম্ভব হলে সেরা চারে থাকতে চাই ‘।
এসকেডি / নিউজ ক্রিকেট ২৪